April 19, 2025
rajsekhar manthar 1

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের সামনে এল প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।

মামলা হল কলকাতা হাইকোর্টে। ২০১০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর ২৪ পরগনার চাকরি প্রার্থীরা। এরপর নিয়ম মেনে ২০১১ সালে তাদের লিখিত পরীক্ষা হয়। যদিও পরবর্তীতে সেই লিখিত পরীক্ষাও বাতিল হয়ে ফের ২০১৪ সালে ১৮ মার্চ লিখিত পরীক্ষা হয়।

সেই বছরই নভেম্বর মাসে ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে একাধিক অভিযোগ থাকায় সেই প্যানেল আর প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপরই হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলাকারীদের প্রাপ্ত নম্বর-সহ ৮৭৩ জনের একটি তালিকা প্রকাশের জন্য পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *