
ভারতের বাজারে চলে এল টেসলার ৷ ইলন মাস্কের কোম্পানির এই গাড়ির শো-রুম প্রথম মুম্বইয়ে খুললেও পরবর্তীতে দিল্লি-সহ বেশকিছু মেট্রোপলিসে (দিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই শহরে) টেসলা লঞ্চ করার কথা রয়েছে ৷ 4 হাজার স্কোয়ার ফুটের বিলাসবহুল শো-রুমে রাখা হয়েছে টেসলার জনপ্রিয় এসইউভি ‘মডেল ওয়াই’ (Model Y) ৷
মঙ্গলবার বান্দ্রার কুরলা কমপ্লেক্সে (BKC) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টেসলা শো-রুমের উদ্বোধন করেন ৷ ইলন মাসের কোম্পানিকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমার রাজ্যের মুম্বই থেকে টেসলার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব আনন্দিত ৷ আমরা এই সংস্থার সঙ্গে কাজ করতে পুরোদমে প্রস্তুত । আশা করি, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। আমি আপনাকে (মাস্ক) আশ্বস্ত করছি যে মুম্বই এবং মহারাষ্ট্র আপনার কাছে বাড়ির মতো মনে হবে ৷”
সেইসঙ্গে মুখ্যমন্ত্রী ফড়নবিশ এও মন্তব্য করেন, “গাড়ি বিক্রি করা শুরু হলে ভারতই টেসলার অন্যতম সেরা বাজার হয়ে উঠতে পারে ৷ আর ভারতে টেসলা নিয়ে মানুষের মধ্যে চূড়ান্ত উৎসাহ রয়েছে ৷”
মাস্কের সংস্থা টেসলা এদেশে ওয়াই মডেলের দু’ধরনের বৈদ্যুতিক গাড়ি এনেছে । একটি হল, রিয়ার হুইল ড্রাইভ (Long Range AWD)। অন্যটি লং রেঞ্জ আরডব্লিউডি (Long Range RWD)। এ দেশের জন্য টেসলার সর্বনিম্ন মডেলের দাম রাখা হয়েছে প্রায় 60 লক্ষ টাকা। বিকেসি-র মুম্বইয়ের শো-রুমে রাখা হয়েছে, স্টিলথ গ্রে, পার্ল হোয়াইট, ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, কুইক সিলভার এবং আট্রা রেড কালারের মডেল ৷
ভারতে বিদেশ থেকে আমদানি করা গাড়িতে চড়া শুল্ক বসে। সে কারণে দাম বেশি। তবে বর্তমানে ভারতে টেসলার কারখানা গড়ার কোনও পরিকল্পনা নেই। যার দরুণ ভারতের জন্য টেসলার উচ্চ হারে আমদানি শুল্ক লাগছে। তাই 70 থেকে 100 শতাংশ পর্যন্ত শুল্ক বসবে, ভারতে টেসলার গাড়িতে ৷