July 19, 2025
image - 2025-07-15T155923.273

মাদক পাচার নতুন ঘটনা নয়। নিষেধাজ্ঞা, শাস্তির ভয় উপেক্ষা করেই দেশে দিনের পর দিন চলে এই অপরাধমূলক কাজ। এবার নতুন সংযোজন মুম্বই বিমানবন্দর। অভিনব কায়দায় মাদক পাচার করতে গিয়েও শেষরক্ষা হল না। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এক ভারতীয় মহিলাকে গ্রেফতার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

জানা গিয়েছে, আগে থেকেই গোয়েন্দা সূত্রে খবর ছিল ডিআরআই-র কাছে। এরপর মঙ্গলবার দোহা থেকে মুম্বইগামী বিমানটি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। সেই সময়ই অভিযুক্তের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে দাবি। সঙ্গে আটক করা হয় তাঁকে। জানা গেছে, ওই মহিলার ব্যাগ থেকে প্রায় ৬ কেজিরও বেশি কোকেন উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬২.৬ কোটি টাকা। ডিআরআই এক বিবৃতিতে জানিয়েছে, এই বিপুল পরিমান মাদকদ্রব্য ৩০০টি ক্যাপসুলে ভরা ছিল, যা ছয়টি ওরিও বিস্কুটের বাক্স ও তিনটি চকোলেটের বাক্সে লুকানো ছিল। ওই মহিলা দোহা থেকে মুম্বাইয়ে এসেছিলেন। তার ব্যাগ তল্লাশি করেই সন্দেহজনক এই দুটি বাক্সের ভিতর, এই বিপুল পরিমান মাদক খুঁজে পাওয়া যায়।

ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেফতার করেছেন তদন্তকরীরা।তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে কারা কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ।তদন্ত জারি রয়েছে। তবে এই প্রথম নয়, মুম্বই বিমানবন্দর থেকে ইদানিং হামেশাই উদ্ধার হচ্ছে মাদক। বিগত কয়েকদিনে একাধিক পাচারকারীকেও আটক করা হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো হয় ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে।

গত রবিবার কেনিয়া থেকে একটি বিমান মুম্বইয়ে আসে। কাস্টমসের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে মুম্বই বিমানবন্দরে আগে থেকেই নজরদারি বাড়িয়েছিল। বছর ৪৩-এর ফ্লোরেন্স ইন্দাঙ্গাসি নামে ওই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় আধিকারিকদের। তাঁর ব্যাগ বা জামাকাপড়ে প্রথমে তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার না হলেও পরে তাঁর শরীর স্ক্যান করে পেটের মধ্যে সন্দেহজনক বস্তু লক্ষ্য করা যায়।তারপর তাঁকে তড়িঘড়ি জেজে হাসপাতালে নিয়ে গিয়ে অস্ত্রোপচার করে পেট থেকে ৬টি ক্যাপসুল উদ্ধার করে চিকিৎসকেরা। পরে সেগুলি কাস্টমসের আধিকারিকরা ডিআরআই দফতরের হাতে তুলে দেয়। খবর দেওয়া হয় থানায়। হাসপাতালে পুলিশ এসে মহিলাকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *