July 14, 2025
image - 2025-07-14T154506.625

ফের নিপা আক্রান্তের মৃত্যু কেরলে। গত ১২ জুন কেরলের পলক্কড় জেলার ৫৭ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এরপরেই রাজ্যের বেশকিছু জায়গায় বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির টেস্ট করানো হয়েছিল মানজারি মেডিক্যাল কলেজে। সেখানে তাঁর রিপোর্ট নিপা ভাইরাস পজিটিভ আসে। যদিও পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে রিপোর্ট এলেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিনে এই নিয়ে দু’জন নিপা ভাইরাস আক্রান্তের মৃত্যু হল কেরলে। দিন কয়েক আগেই মালাপ্পুরম জেলায় এক নিপা ভাইরাস আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর খবর মিলেছিল।

এদিকে মালাপ্পুরম, পলক্কড় জেলায় বাড়তি সর্তকতা জারি করেছে প্রশাসন। পলক্কড় জেলায় মৃত ব্যাক্তির সংস্পর্শে আসা ব্যাক্তিদের চিহ্নিত করা হচ্ছে বলে জানা গিয়েছে। মোট ৪৬ জনের ব্যাপারে এখনও পর্যন্ত জানতে পেরেছে প্রশাসন। এই দুই জেলার হাসপাতালগুলিতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। খুব দরকার না পড়লে সাধারণ মানুষকে হাসপাতালে আসতে মানা করা হয়েছে প্রশাসনের তরফে।

প্রসঙ্গত, মালাপ্পুরম জেলায় গত মাসেও এক মহিলার আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছিল। ভালানচেরি পুরসভার বাসিন্দা ৪২ বছর বয়সি ওই মহিলা আক্রান্ত হন। জানা যায়, প্রথমে ওই মহিলা জ্বরে ভুগছিলেন। এরপর ডাক্তারের পরামর্শে বেশ কয়েকটি পরীক্ষা করান তিনি। প্রাথমিক পরীক্ষায় ওই মহিলার শরীরে নিপা সংক্রমণ ধরা পড়ে। পরে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পরীক্ষা করানোর পর এই বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। আগেও বারবার কেরলে থাবা বসিয়েছে নিপা। মৃত্যুও হয়েছে অনেকের। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি পদক্ষেপ করতে চলেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *