October 13, 2025
image - 2025-07-21T140358.360

ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে! অবতরণের সময় রানওয়েতে পিছলে গেল বিমান। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় বিমানের চাকা এবং ইঞ্জিন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বিমানকর্মী ও যাত্রীরা।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার সকাল ৯টা ২৭ মিনিট নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সে সময় মুম্বইয়ে ভারী বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই রানওয়েতে অবতরণের চেষ্টা করছিল কেরলের কোচি থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিন্তু আচমকা ঘটে বিপত্তি! বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে যায় বিমানের চাকা। তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মীকে নিরাপদে নামানো হয়। তাঁরা সকলেই অক্ষত রয়েছেন বলে খবর। তবে ঘটনায় দুমড়েমুচড়ে গিয়েছে বিমানের চাকা। বিমানের ইঞ্জিনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পরেই বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, কোচি থেকে মুম্বইগামী এআই২৭৪৪ বিমানটি অবতরণের সময় শহর ও রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছিল। যার জেরে অবতরণের সময় ভেজা রানওয়েতে পিছলে যায় সেটি। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, তা মানছেন সকলেই। বিমানসংস্থার তরফে আরও জানানো হয়েছে, পরবর্তী উড়ানের আগে বিমানটিকে পরীক্ষানিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *