October 11, 2025
ARRESTED 1

ভারতের পশ্চিমবঙ্গে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশের দাবি, গ্রেফতার দুজন বাংলাদেশি। তারা হলেন, কেরামত মাল ও সালাম বেদ। পুলিশ সূত্রে জানা গেছে, সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের।

তারপরেই সাগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। কোনও সদুত্তর না দিতে পারায়, পুলিশের সন্দেহ বেড়ে যায়। পুলিশ জানিয়েছে, পরে তাদের জিজ্ঞেস করা হয়। তারা কী করতে ভারতে এসেছিল, আজ কোথায় যাচ্ছিল এসব বিষয়েও জানতে চাওয়া হয়।

তারপর তারা বলেন, গত কয়েক মাস আগেই তারা আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তারপর রবিবার তাদের বাংলাদেশের যাওয়ার অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে। তারপরই তাদের দুজনকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুজনের নামে অনুপ্রবেশের মামলা রেজিস্টার করবহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *