
গাড়ির সিএনজি সিলিন্ডারের ভিতর থেকে গাঁজা উদ্ধার। আটক এক যুবক। ঘটনা ত্রিপুরার খোয়াই জেলার বেলফাং নাকা পয়েন্টে। অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়েও পুলিশের হাত থেকে রেহাই পেল না গাঁজা পাচারকারী। উল্লেখ্য গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বেলফাং নাকা পয়েন্টে একটি বিলাস বহুল গাড়ির সিএনজি সিলিন্ডারের ভেতর থেকে ৪৯ কেজি ৫০০ গাঁজা উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা গাড়িতে তল্লাশি চালিয়ে পরবর্তীতে গাড়ি সমেত গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এদিন এই অভিযানের নেতৃত্বে ছিলেন খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকার রংগ দুলাল দেববর্মা, খোয়াই থানার ওসি সুবীর মালাকার, বাইজাল বাড়ি আউটপোস্টের ওসি রিপন উচুই সহ অন্যান্যরা। পুলিশ এ বিষয়ে একটি NDPSএস আইনে মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।