July 10, 2025
pm

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমগ্র বিশ্বে কুটনৈতিক বার্তা পৌঁছে দিতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। যার জন্য ৭টি প্রতিনিধিদল তৈরি করা হয়েছে। সেগুলির নেতৃত্ব দেবেন কারা? কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক সেকথা জানিয়েছে। একটি দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর।

বিজেপির রবিশঙ্কর প্রসাদ, ডিএমকের কানিমোঝি করুণানিধি, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, এনসিপির সুপ্রিয়া সুলে, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা ও শিবসেনার শ্রীকান্ত শিন্দেরা বাকি দলগুলির মাথায় থাকবেন। এই ৭টি দলে নানান দল মিলিয়ে মোট ৪০ জন সাংসদ থাকবেন। তবে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীককেও এই দলে রাখা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *