
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ত্রিপুরার জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা ও সরকারের প্রকৃত সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া। অথচ দীর্ঘ ৩৫ বছরের সিপিআইএম ও কংগ্রেস শাসনে সাধারণ মানুষ বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকার অধিবাসীরা এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন।
কিন্তু বর্তমান বিজেপি সরকারের প্রশাসনিক উদ্যোগে সেই চিত্র বদলাতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকারের একাধিক প্রকল্প আজ জনজাতি অধ্যুষিত এলাকার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি ব্লকের ১৮ মুড়া পাহাড় সংলগ্ন ৪৩ মাইল এলাকার গ্রামবাসীরা পেলেন বহুল প্রতীক্ষিত সরকারি সুযোগ-সুবিধা।
এই এলাকা এতদিন উন্নয়নের আলো থেকে বঞ্চিত ছিল। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো ন্যূনতম প্রয়োজন নিয়েও সংগ্রাম করতে হতো এখানকার মানুষদের। যোগ্য হয়েও দীর্ঘদিন তাদের ভাগ্যে জোটেনি বিপিএল কিংবা অন্ত্যোদয় রেশন কার্ড, বরং সীমিত আয়ের মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছিল এপিএল কার্ড।