
বাংলাদেশ থেকে আগরতলা হয়ে বহিরাজ্যে যাওয়ার পথে বিএসএফের হাতে আটক ৮ জন বাংলাদেশী নাগরিক। জানা যায় গতকাল আগরতলা থেকে শিলচর গামী ১৫৬৬৪ নম্বরের ট্রেন থেকে চুড়াইবাড়ি রেলস্টেশনে ৯৭ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানদের হাতে আটক হয় এই ৮ জন বাংলাদেশী নাগরিক।
ধৃতরা হলো (১) মোহাম্মদ নুইমন, পিতা – মোহাম্মদ শাজাহান, (২) মোহাম্মদ সোহেল, পিতা – মোহাম্মদ বাবলু, (৩) রকিবুল, পিতা – যমরুল ইসলাম, (৪) মোহাম্মদ সিয়াম, পিতা – মোহাম্মদ ডাবলু, (৫)মোঃ শাকিল, পিতা – মোহাম্মদ নুরুল ইসলাম, (৬)মোহাম্মদ রুবেল, পিতা – মোহাম্মদ বাবলু, (৭) মোহাম্মদ রিয়ান পিতা – রুহুল আমিন, (৮)মোহাম্মদ ইকবাল, পিতা – মোহাম্মদ কালু।
এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার নবাবগঞ্জ এলাকায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা রবিবার সকালে এদেরকে উত্তর জেলা পুলিশ সুপারের অফিসে নিয়ে আসে।