
বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। প্রায় তিন বছর ধরে রাজ্যের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী
কিছুদিন আগে রাজ্যের বকেয়া ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথা বলতে চেয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তবে সেই নিয়েও কোনো উত্তর আসেনি। কেন্দ্র সরকার রাজ্যের পাওনা টাকা না দিলেও সর্বক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবার বড় পদক্ষেপ করল মমতা সরকার।
জেলাভিত্তিক ১০০ দিনের কাজের ভুয়ো জব কার্ড সংক্রান্ত তথ্য তলব করল নবান্ন। সূত্রের খবর, যাদের ইতিমধ্যেই ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে, তারা কোনও টাকা পেয়েছিলেন কি না, সেই বিষয়ে খোঁজ নিতেই এই পদক্ষেপ। নবান্নের অর্ডার মত সেই তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট ফরম্যাটে দ্রুত রিপোর্ট পাঠাবে জেলা কর্তৃপক্ষ।