April 19, 2025
bus11

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। এরই মাঝে শুধুমাত্র মহিলাদের জন্য চালু হতে চলেছে বাস সার্ভিস। মূলত অফিস টাইমেই এই বিশেষ পরিষেবা চালু থাকবে।

পুজোর আগেই এবার লেডিস স্পেশাল বাস চালুর পথে NBSTC। এই নিয়ে শিলিগুড়িতে পরিবহণ নিগমের সাথে বোর্ড মিটিংয়ের পর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, তিনটি রুটে এবার থেকে চলবে লেডিস স্পেশাল বাস।

শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত এই পরিষেবা চলুর পথে। এই পরিষেবার ক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দিকটা গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পার্থপ্রতিম রায়। মহিলাদের নিরাপত্তা, সুরক্ষার কথা মাথায় রেখে দূরপাল্লার পুরনো গাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *