April 19, 2025
pm11

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার বিদ্যুতের বিল সম্বন্ধিত খরচ কমাতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গেই জোর দেওয়া হচ্ছে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন ও তা ব্যবহারের দিকে। এই লক্ষ্য সামনে রেখে চালু করা হয়েছে একটি প্রকল্প।

কেন্দ্রের এই স্কিমের নাম প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা। রুফটপ সোলার ইনস্টলেশন বৃদ্ধি করা এই প্রকল্পের লক্ষ্য। প্রত্যেক মাসে ৩০০ ইউনিটের অধিক বিদ্যুৎ ব্যবহার করা হয়, এমন বাড়িতে এই কাজ করা হবে। একইসঙ্গে এই স্কিম ৩ কিলোওয়াটের থেকে বড় সিস্টেমগুলির জন্য প্রযোজ্য।

এদেশের আর্থিকভাবে দুর্বল এবং মধ্যবিত্ত পরিবারের মানুষদের কথা ভেবে সরকারের তরফ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। স্কিমে আবেদনকারীকে অবশ্যই ভাবতীয় নাগরিক হতে হবে, সঙ্গে পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষের মধ্যে হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *