
সল্টলেকের সেক্টর ফাইভে এক তরুণীর বাসের ধাক্কায় মৃত্যু হল। শনিবার সকাল নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে । মৃত তরুণীর নাম রজনী মাহাতো। বয়স আনুমানিক ৩০ বছর। বারাসতগামী একটি বাস সল্টলেকে ওয়েবেল মোড়ের কাছে ধাক্কা মারে তরুণীকে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি তরুণীকে পিষে দিয়েছে এবং তাঁর মাথার উপর দিয়ে বাসের চাকাও চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।
পুলিশ জানিয়েছে ওই তরুণী চাকরিজীবী ছিলেন। সেদিন সকালে ওই তরুণী রাস্তা দিয়ে যাওয়ার সময়ে বারাসতগামী একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে । ধাক্কা খেয়ে তরুণী রাস্তায় পড়ে গেলে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসের চাকা। তাঁকে উদ্ধারের পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সময়ে বাসটির গতি কত ছিল, কোনও রেষারেষির ঘটনা ঘটেছিল কি না, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার পর মৃতার পরিবারের লোকদেরও খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরে সাময়িক ভাবে যানজট তৈরি হয় সেক্টর ফাইভের ওয়েবল মোড়ের রাস্তায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।