
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কলকাতার শিয়ালদহ আদালত।
রায়দানের সময় বিচারক অনির্বাণ দাস জানিয়েছিলেন এই ঘটনাকে তাঁর বিরলের মধ্যে বিরলতম মনে হয়নি। এই কারণেই দোষী সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেওয়া হয়নি। পরে শিয়ালদহ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করেই সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তি দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
মামলার আবেদনের সময় আরজি করের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করে কলকাতা হাইকোর্টে ছয়টি কারণ দেখিয়েছে সিবিআই। আগামীকাল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে হাই কোর্টে ।