
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এপ্রিলের শুরু থেকেই শিরোনামে রয়েছে এসএসসি মামলা।
গত ৩ এপ্রিল ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এসবের মাঝেই নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশের আশায় ছিলেন চাকরিহারারা। যদিও শেষ অবধি সেই আশা পূরণ হয়নি।
যা ঘিরে এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। এই পরিস্থিতিতেই রাত ১২টা নাগাদ একটি বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেখানে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ৩১ ডিসেম্বর অবধি যে সকল শিক্ষক চাকরিতে বহাল থাকছেন, তাঁদের প্রত্যেককে বেতন দেওয়া হবে।