
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগে কয়েক কোটি টাকার দুর্নীতি!
এই মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েটের। বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকশো কোটি টাকার নগদ ও সম্পত্তি! এই দুর্নীতি-তদন্তে কার থেকে কত টাকার হদিশ মিলেছে, এবার চার্জশিট দিয়ে সেটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এখনও অবধি দুর্নীতির পরিমাণ ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে নাকি ‘অপা’ তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের মাধ্যমে! চার্জশিটে ইডির দাবি, এখনও অবধি ‘অপা’র ১০৩ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি ও নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।