
মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নিলেন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাংলার নতুন পাঁচ মুখ।
সঙ্গে পলিটব্যুরোতেও হল রদবদল। বয়সের নিয়মে বাদ পড়লেন সূর্যকান্ত মিশ্র, প্রকাশ কারাত, বৃন্দা কারাত, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সুহাসিনী আলি, জি রামকৃষ্ণণ। অন্যদিকে স্থান করে নিলেন শ্রীদীপ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন। পলিটব্যুরো থেকে এবার বাদ পড়লেন একাধিক হেভিওয়েট।
প্রকাশ, বৃন্দা থেকে শুরু করে সূর্যকান্ত, প্রত্যেকেরই ৭৫ বছর পেরিয়ে যাওয়ায় কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরো থেকে বাদ পড়েছেন। তবে বয়সের গণ্ডি পেরিয়ে গেলেও ব্যতিক্রমী হিসেবে রেখে দেওয়া হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়কে।