
একদিনের ক্রিকেটে ভারতের পুরুষ ক্রিকেট দলের রেকর্ড ভেঙে ফেললেন মহিলারা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৩৫ রান করে ৫০ ওভারের ক্রিকেটে নজির গড়লেন রিচা ঘোষরা।বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের মহিলা ব্রিগেড। স্মৃতি মন্ধানা এবং প্রতীকা রাওয়াল-র ওপেনিং জুটি স্কোরবোর্ডে ২৩৩ রান তোলে। ৮০ বলে ১৩৫ রান করে ফিরে যান স্মৃতি।
ব্যাট করতে নামেন রিচা ঘোষ। ৪২ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। প্রতীকা ১২৯ বলে ১৫৪ রান করে ফেরেন। তাঁর ইনিংসে ২০টি ৪ এবং ১টি ৬ রয়েছে। পরে তেজল হাসাবনিস ২৫ বলে ২৮ রান করেন। ৫০ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ৪৩৫ রান করেছে ভারত। যা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় পুরুষ দল ৪১৮ রান করেছিল। সেটাই ছিল একদিনের ক্রিকেটে ভারতের মহিলা-পুরুষ নির্বিশেষে সর্বাধিক রান। ওই ম্যাচে বীরেন্দ্র শেহওয়াগ জোড়া সেঞ্চুরি করেছিলেন। মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বাধিক রানের মালিক নিউজিল্যান্ড। তারা ৪৯৪ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমেই ১৩১ রানেই অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।