
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। ভারতের টেলিযোগাযোগ দপ্তর (ডট) দেশজুড়ে ‘সঞ্চার মিত্র’ প্রকল্পের সম্প্রসারণে গুয়াহাটির বিএসএনএল ভবনে এক ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করেছে।
অসম এলএসএ-র উদ্যোগে অনুষ্ঠিত এই সেশনে রাজ্যের আইআইটি, আইআইআইটি, এনআইটি সহ বিভিন্ন শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মূল লক্ষ্য ছিল ছাত্র স্বেচ্ছাসেবকদের ‘ডিজিটাল অ্যাম্বাসাডর’ হিসেবে যুক্ত করে নাগরিক ও টেলিকম ইকোসিস্টেমের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন গড়ে তোলা।
সেশনের সভাপতিত্ব করেন দিল্লির ডিরেক্টর জেনারেল টেলিকমের উপদেষ্টা সুনীতা চন্দ্রা। অসম এলএসএ-র প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক সুরেশ পুরী এবং ডট-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল (মিডিয়া) ও মুখপাত্র হেমেন্দ্র কুমার শর্মা প্রকল্পের উদ্দেশ্য ও কাঠামো নিয়ে বিশদ উপস্থাপনা দেন।