October 13, 2025
bsnl

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। ভারতের টেলিযোগাযোগ দপ্তর (ডট) দেশজুড়ে ‘সঞ্চার মিত্র’ প্রকল্পের সম্প্রসারণে গুয়াহাটির বিএসএনএল ভবনে এক ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করেছে।

অসম এলএসএ-র উদ্যোগে অনুষ্ঠিত এই সেশনে রাজ্যের আইআইটি, আইআইআইটি, এনআইটি সহ বিভিন্ন শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মূল লক্ষ্য ছিল ছাত্র স্বেচ্ছাসেবকদের ‘ডিজিটাল অ্যাম্বাসাডর’ হিসেবে যুক্ত করে নাগরিক ও টেলিকম ইকোসিস্টেমের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন গড়ে তোলা।

সেশনের সভাপতিত্ব করেন দিল্লির ডিরেক্টর জেনারেল টেলিকমের উপদেষ্টা সুনীতা চন্দ্রা। অসম এলএসএ-র প্রধান ও অতিরিক্ত মহাপরিচালক সুরেশ পুরী এবং ডট-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল (মিডিয়া) ও মুখপাত্র হেমেন্দ্র কুমার শর্মা প্রকল্পের উদ্দেশ্য ও কাঠামো নিয়ে বিশদ উপস্থাপনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *