
আইসিসি কিছু দিন আগেই এক দিনের ক্রিকেটে এক নতুন নিয়ম চালু করেছিল । যা ২ জুলাই শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ থেকেই চালু হয়ে গেল। তবে সুবিধা পেয়েও নিয়মের কোন ফায়দা তুলতে ব্যর্থ হল বাংলাদেশ। এক দিনের ক্রিকেটে এতদিন দু’দিক থেকে দু’টি নতুন বল ব্যবহার করা হত এবং গোটা ম্যাচেই সেটা বজায় থাকত।নতুন নিয়ম অনুযায়ী, ৩৪ ওভারের পর থেকে একটি বলই ব্যবহার করা হবে। যে দু’টি নতুন বল দিয়ে খেলা শুরু হবে, তার মধ্যে থেকে যে কোন একটি বেছে নিতে পারবেন ফিল্ডিং দলের অধিনায়ক।
আইসিসি অতীতে দু’টি নতুন বলে খেলানোর জন্য সমালোচিত হয়েছিল । গৌতম গম্ভীর, রবিচন্দ্রন অশ্বিনের মত ক্রিকেটাররা অভিযোগ করেছিলেন, এর ফলে এক দিনের ক্রিকেটে ফিঙ্গার স্পিনারেরা সুবিধা করতে পাচ্ছেন না। রিভার্স সুইংও হচ্ছে না এবং ব্যাটিং করাও অনেক সহজ হয়ে যাচ্ছে। সেটা ঠিক করতেই আইসিসি নতুন নিয়ম চালু করেছে।
বুধবারের ম্যাচে বাংলাদেশ তেমন সুবিধা তুলতে পারেনি। শ্রীলঙ্কার প্রথম পাঁচটি উইকেট ৩৪ ওভারের মধ্যেই পড়ে গিয়েছিল। তখন তাদের স্কোর ছিল ১৫৩। তবে পরের পাঁচটি উইকেট ফেলতে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। এসময় শ্রীলঙ্কা আরও ৯০ রান তুলে ফেলে। শতরান করেন চারিত আসালঙ্ক । শ্রীলঙ্কার বোলারেরাও অবশ্য বাড়তি সুবিধা পাননি। কারণ ৩৪ ওভার হওয়ার আগেই বাংলাদেশের ন’টি উইকেটই পড়ে গিয়েছিল।