
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। আগামী মাস থেকে রাজ্যের ছয়টি নবনির্মিত একলব্য মডেল রেসিডেনশিয়াল বিদ্যালয়ের পঠনপাঠন চালু হতে চলেছে, জানিয়েছেন জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
সম্প্রতি গন্ডাছড়ার উল্টাছড়া এলাকায় একটি একলব্য বিদ্যালয় এবং তার হোস্টেল পরিকাঠমো পরিদর্শনে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তার সঙ্গে ছিলেন এমডিসি বিদ্যুৎ চাকমা, এমএলএ নন্দিতা দেববর্মা রিয়াং এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী, একলব্য বিদ্যালয়গুলি শুধুমাত্র পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বরং জনজাতি ছাত্রছাত্রীদের মানসিকতা, চিন্তাধারা ও সমাজের প্রতি দায়িত্ববোধ গঠনে এক বিরাট ভূমিকা রাখবে। এই বিদ্যালয়গুলিতে আধুনিক শিক্ষার পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নেতৃত্বের গুণাবলি, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের উপর।”