November 21, 2024

প্রতিনিয়ত বেড়ে চলেছে অ্যাপ ক্যাবের প্রচলন। প্রতিমুহূর্তে মানুষ নির্ভর হয়ে পড়ছে অ্যাপ ক্যাবের ওপর। শহরের পাশাপাশি শহরতলিতেও এখন শুরু হয়েছে অ্যাপ ক্যাবের প্রচলন। সঙ্গে বেড়েছে বাইক ট্যাক্সির জনপ্রিয়তা। এবার এই বাইক ট্যাক্সি নিয়েই একগুচ্ছ নিয়ম জারি করল সরকার।

সম্প্রতি পরিবহণ দফতরের তরফ থেকে জারি কর বলা হয়েছে, এবার থেকে টু হুইলার গাড়িতে যাত্রী বহন করলে তা ট্রান্সপোর্ট ভেহিক্যাল হিসেবে ধরা হবে। তার জন্য পরিবহণ দফতরের থেকে একটি রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশনোর পর প্রত্যেক বছর ট্যাক্স দিতে হবে।

সঙ্গে কমার্শিয়াল পারমিট ও টু হুইলারের ফিটনেস সার্টিফিকেটও থাকতে হবে। কমার্শিয়াল বাইকে ট্রান্সফার করতে গেলে প্রায় ১০৯০ টাকা দরকার হবে, সঙ্গে রেজিস্ট্রেশনের খরচ ৩৪০ টাকা। পারমিট করাতে ২০০০ এবং নয়া লাইসেন্স প্লেট করাতে ৫০০ টাকা খরচ করতে হবে। সব মিলিয়ে খরচ হবে প্রায় ৪০০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *