May 27, 2025
drone 2

কলকাতার আকাশে দেখা গেল একঝাঁক রহস্যময় ড্রোন! রাতের অন্ধকারে ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। ড্রোনগুলি কোথা থেকে এল, কারাই বা ওড়াল— তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে। কলকাতা পুলিশ সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে ।  

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় দেখা যায় ড্রোনগুলিকে। ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের উপর দিয়ে ড্রোনগুলি উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে খবর কলকাতা পুলিশ। শুরু হয়েছে ড্রোনগুলি সম্পর্কে খোঁজখবর নেওয়া ।  ফোর্ট উইলিয়াম সেনাদুর্গ, তাই ওই এলাকাটি ‘রেড জ়োন’ বলেই চিহ্নিত। সেখানে ড্রোন জাতীয় কিছু ওড়ানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।

বর্তমানে বহু ক্ষেত্রেই ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন অনুষ্ঠান ক্যামেরাবন্দি করতেও ড্রোন ওড়ানো হয়, এমনকি পুলিশ-প্রশাসনও তাদের নজরদারি চালাতে ড্রোনের ব্যবহার করে। সোমবার রাতের ওই ড্রোনগুলি ঠিক কী ধরনের, সেটাই বড় প্রশ্ন। কলকাতা পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মহেশতলার দিক থেকে ড্রোনগুলিকে উড়ে আসতে দেখা গিয়েছে। এই বিষয়টি নিয়ে বিভিন্ন স্থানে সতর্কও করা হয়েছে।  বিষয়টি জানানো হয়েছে সেনাকেও। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে ব্যাপারটি । বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও ফের হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। সব দিকেই তাই নজর রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *