
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতির জেরে গিয়েছে SSC ২০১৬ সালের প্রায় ২৬০০০ চাকরি।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সংগঠনের সভায় আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই স্টেডিয়ামের সামনে ছড়াল তুমুল উত্তেজনা। অভিযোগ, এদিন চাকরিহারাদের একাংশ স্টেডিয়ামে ঢুকতে চাইলে তাদের কাছে পাস না থাকায় তাদের আটকে দেয় পুলিশ।
এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা। কিসের পাস? যাদের কাছে পাস রয়েছে তাদের কথায়, নবান্নের অনুমোদনে ওএমআর শিটের কপি যাচাই করে এই পাস দেওয়া হয়েছে। দাবি, যাদের পাস আছে তারা ‘যোগ্য’ যাদের কাছে পাস নেই তারা ‘অযোগ্য’।