May 22, 2025
new town 2

নিউ টাউনে এক তরুণীর প্রাণ কেড়ে নিল দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুচিত্রা দেবনাথ। সোমবার সকালে তিনি ইকো পার্কের কাছে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পথ-বিভাজিকায় ধাক্কা মেরে ছিটকে পড়েন। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাঁকে কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ এবং সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবারই নিউ টাউন এলাকায় আরও দু’টি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। পর পর এমন  দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে বিধাননগর পুলিশেরও। এ দিনের দুর্ঘটনার পরে নিউ টাউনের মেজর আর্টেরিয়াল রোডের উপরে অতিরিক্ত গতির তত্ত্বই আবারও উঠে আসছে। তদন্তকারীরা জানান, দুর্ঘটনার পর তরুণীর মাথার দিকের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। যা থেকে ধারণা, দুর্ঘটনায় ছিটকে পড়ার পরে তাঁকে চাপা দিয়ে চলে গিয়েছে কোনও গাড়ি।

পুলিশ জানায়,  দুর্ঘটনাটি ভোর ৫টার কিছু পরে ঘটেছে। এক্ষেত্রে পুলিশ মনে করছে, ওই সময়ে চালকদের মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা কিছুতেই ঠেকানো যাচ্ছে না। বিশ্ব বাংলা সরণি উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রাস্তা।  সেখান দিয়ে রাতে বড় বড় লরি চলাচল করে। পুলিশ জানাচ্ছে, এ দিন ওই তরুণী ইকো পার্কের ১ ও ২ নম্বর গেটের মাঝামাঝি দুর্ঘটনার মুখে পড়েন। তিনি রাস্তার বাঁ দিকেই ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি পথ-বিভাজিকায় ধাক্কা মেরেছিলেন বলেই পুলিশের অনুমান।

এ দিন  দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগানের কাছে, বিদ্যাসাগর কলোনিতে ওই তরুণীর বাড়ি থেকে জানা যায়, সুচিত্রা তার পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। রাজারহাটের কাছে একটি ওষুধ সংস্থার স্টোরের জন্য তিনি ওষুধ সরবরাহকারীর কাজ করতেন আর সংস্থার তরফ থেকেই তাঁকে একটি স্কুটিও দেওয়া হয়েছিল।  তাঁকে রাতেও কাজ করতে হত। সুচিত্রার বাড়িতে তাঁর বৃদ্ধা মা মেয়ের মৃত্যুর খবর জানেন না। প্রতিবেশীরা তাঁকে আগলে রেখেছেন। তাঁরা জানান, আকস্মিক ঘটনায় তাঁরাও স্তম্ভিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *