
বিগত এগারো বছর ধরে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছে মোদী সরকার। এই সরকারেরই বর্ণনা দিলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। ঊনাকোটি জেলায় এক সম্মেলনে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে কৃষি মন্ত্রী রতন লাল নাথ।
তিনি বলেন, “গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সেবা, গরিব কল্যাণ ও সুশাসনের পথে এগিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকসিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে।”
মন্ত্রী নাথ ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্টআপ ইন্ডিয়া’, ও ‘ভোকাল ফর লোকাল’-এর মত উদ্যোগগুলির ভূয়সী প্রশংসা করে বলেন, “আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এরকম উন্নয়নমূলক অগ্রগতি আগে দেখিনি।” কৃষি ও পরিকাঠামো খাতে সরকারের সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশের ৮৪% মানুষ জলের সুবিধা পাচ্ছেন জল জীবন মিশনের মাধ্যমে, যেখানে আগে মাত্র ৩% পেতেন। ২০২৫-২৬ অর্থবর্ষে কৃষি বাজেট পাঁচগুণ বৃদ্ধি করা হয়েছে।” বিজেপি সরকারের ‘জনকল্যাণমুখী’ শাসনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দেন।