July 10, 2025
mamata 9

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। দেশে এই ঘটনার অপারেশন সিঁদুরের মাধ্যমে। অপারেশন সিঁদুরের পর ফুঁসছে পাকিস্তান। সীমান্তে লাগাতার গোলাগুলি চলছে। এই আবহে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হল। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে নবান্ন। দেশের সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এরপর সন্ধ্যাবেলা নবান্ন থেকে ‘প্যানিক’ না করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। এবার সব সরকারি কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। শারীরিক অসুস্থতা বাদে এই মুহূর্তে কেউ ছুটি নিতে পারবে না, স্পষ্ট জানিয়েছে রাজ্য। কোনও সরকারি কর্মচারী নিজের এলাকা ছাড়তে পারবেন না। যেখানে যার পোস্টিং রয়েছে, আপাতত তিনি সেখানেই থাকবেন। একই পথে হেঁটেছে কলকাতা পুরসভাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *