
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘদিন ধরে দুর্নীতি কাণ্ডের তদন্ত করছে সিবিআই।
সম্প্রতি এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার সঙ্গে বেশ কিছু ‘প্রামাণ্য নথি’ দেওয়া হয়েছে। সেখানেই তুলে ধরা হয়েছে মহিদুল হক আনসারি নামের একজন সাক্ষীর বয়ান। গত বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় এজেন্সির কাছে সাক্ষী হিসেবে সেই বয়ান দেন তিনি। বিএড কলেজে রেজিস্ট্রেশন, এনওসি, শিক্ষকতার প্রশিক্ষণের তোরজোড় থেকে চাকরি! প্রাথমিক নিয়োগের প্রত্যেক ধাপেই ছড়িয়েছিল দুর্নীতির জাল!
সর্বত্র ছিল ‘টাকার খেলা’। সেখানে যেমন পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্যদের মতো রাজনৈতিক প্রভাবশালীরা ছিলেন, তেমনই ছিলেন তাপস মণ্ডল, বিভাস অধিকারীদের মতো নানান মাপের এজেন্টরা।