April 19, 2025
2 (2)

ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি এনজিও জাল সার্টিফিকেট দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার দায়ে ত্রিপুরা ব্যেম্বু ক্রাফট অফিসের একজন ইন্সট্রাক্টরের পাঁচ বছরের জেল জরিমানা সহ এনজিওর তিনজন কর্মকর্তাকে চার বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআই আদালত।

উল্লেখ্য এনজিওর কাগজপত্র দেখে দপ্তরের সন্দেহ হওয়ায় এনজিও’র নথিপত্র তদন্ত করতে দিল্লি বেম্বু মিশনের প্রধান অফিসে পাঠান ত্রিপুরার বেম্বু মিশন। এবং নথিপত্র গুলি যাচাই করে  দেখা যায় সবগুলি জাল। সঙ্গে সঙ্গে দপ্তরের পক্ষ থেকে এনজিও বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী সময়ে ওই মামলা সিবিআইয়ের হাতে যায়।

সিবিআই মামলার তদন্ত করে আদালতে চার্জশিট পেশ করলে আদালত মোট ৪৮ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে সিবিআই আদালত ত্রিপুরা ব্যেম্বু ক্রাফট অফিসের অচিত কুমার দাসকে পাঁচ বছরের জেল এবং ওমেন ডেভেলপমেন্ট সোসাইটির এনজিওর সভাপতি কল্পনা দেবনাথ সহ কমল কৃষ্ণ দেবনাথ ও সঞ্জয় দেবনাথ কে চার বছরের জেল  হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী প্রবীর সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *