
কোকরাঝাড়ের গ্রিন ফিল্ডে সোমবার অনুষ্ঠিত বিজেপির কর্মী সভায় বোড়োফা উপেন্দ্রনাথ ব্রহ্মার চলমান মূর্তি ব্যবহারের ঘটনায় বোড়ো সম্প্রদায়ের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এর আগেই উপেন্দ্রনাথ ব্রহ্ম ট্রাস্ট (UNBT) বোড়োফার নাম রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার না করার জন্য আবেদন জানিয়েছিল।
বোড়ো সম্প্রদায়ের কাছে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার প্রতীক বোড়োফার মূর্তি একটি রাজনৈতিক দলের মঞ্চে ব্যবহার করায় অনেকেই এটিকে তাদের অনুভূতিতে আঘাত হিসাবে দেখছেন। তাঁদের মতে, বোড়োফা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি কেবল নিপীড়িত সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে গেছেন। অনেক বোড়ো মনে করছেন, বিজেপি এই জনসভায় বোড়োফার মূর্তি ব্যবহার করে জনগণের আবেগকে প্রভাবিত করার চেষ্টা করছে। উল্লেখ্য, সাধারণত কেবল অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন (ABSU) তাদের সভায় বোড়োফার চলমান মূর্তি ব্যবহার করে থাকে।
সম্প্রতি এক বিবৃতিতে, UNBT সকলের কাছে বোড়োফার সমাধিস্থল থুলুঙ্গাপুরীতে রাজনৈতিক বা রাজনৈতিকভাবে বিতর্কিত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আবেদন জানিয়েছিল। ট্রাস্ট বোড়োফার দর্শন ও আদর্শ প্রচারের পবিত্র লক্ষ্যে প্রতিষ্ঠিত এবং তারা বোড়োফার প্রতি শ্রদ্ধা জানাতে আসা সকলকে কৃতজ্ঞতা জানালেও, দর্শকদের কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বোড়োফার অপব্যবহার না করার অনুরোধ করেছে। এই প্রসঙ্গে, UNBT সকল সম্মানিত দর্শনার্থী এবং রাজনৈতিক দলের নেতাদের কাছেও আবেদন জানিয়েছে যে তারা যেন রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক বা রাজনৈতিকভাবে বিতর্কিত বক্তব্য না দেন।