July 10, 2025
taxi 1

কলকাতায় ট্যাক্সিতে উঠে দুই যাত্রীর কাছ থেকে নগদ প্রায় আড়াই কোটি টাকা লুট করার অভিযোগ উঠল ।  ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের ধারে এক বৈদেশিক মুদ্রা বিনিময়ের সংস্থার দফতর থেকে দুই ব্যক্তি বেরিয়ে ট্যাক্সিতে ওঠেন ।তাঁদের সঙ্গে ছিল ২ কোটি ৬৬ লক্ষ টাকা । ওই ট্যাক্সি ফিলিপ্‌স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিটিতে ওঠেন। অভিযোগ, ওই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিটিকে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে যান এবং তাঁদের ওই আড়াই কোটি টাকা লুট করেন।

এই ঘটনার অভিযোগ এন্টালি থানায় দায়ের হয়। পুলিশ  ইতিমধ্যেই ঘটনার তদন্তও শুরু করেছে । প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, ওই দুই ব্যক্তি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার কর্মী। তাঁরা থানায় জানিয়েছেন, ওই টাকা তাঁরা ব্যাঙ্কে জমা করতে যাচ্ছিলেন। মাঝপথে ফিলিপ্‌স মোড়ের কাছে হাত দেখিয়ে ঐ দু’জন ট্যাক্সিতে ওঠেন।

ট্যাক্সিতে ওঠার পরেই ভয় দেখিয়ে এক প্রকার জোর করেই তাঁরা চালককে কামারডাঙায় একটি নির্জন গলিতে ট্যাক্সিটি নিয়ে যেতে বাধ্য করেন । সেখানে আগে থেকেই আরও কয়েকজন অপেক্ষা করছিলেন বলে দাবি অভিযোগকারীদের। ট্যাক্সি ওই এলাকায় পৌঁছানোর পর তাঁদের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ দুষ্কৃতীরা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন তাঁরা। ঘটনায় এখনও পর্যন্ত কেউ ধরা পরেনি। তবে অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই তথ্যসংগ্রহ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *