August 6, 2025
anganwadi

ঘোষিত হয়েছিল বেশ কিছুদিন আগেই। পূর্ব ঘোষণা মতোই চলছে কর্ম কার্য, রাজ্যের কথা ভেবেই নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। ২৪ দিন ধরে বন্ধ হয়ে রয়েছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছড়িমাই পঞ্চায়েতের তুলসীমুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। একদিনও দফতর কর্তাদের দেখা মিলেনি।

অঙ্গনওয়াড়ী দিদিমণি নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী বিগত কয়েকদিন পূর্বে তালা চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড তুলসী পাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারে। বিগত ২৪ দিনের উপর বন্ধ অঙ্গনওয়াড়ী সেন্টার। জানা গিয়েছে, ২০২৩ সালের ৩১ জুলাই দিদিমণি সজল রানী চৌধুরী অবসর হওয়ার পর থেকে সহায়িকা প্রতিভা দেব চালাচ্ছেন সেন্টার।

কয়েকদিন পূর্বে এই সেন্টারে দিদিমণি হিসেবে নিয়োগ করা হয় তুলসী দেবনাথকে। যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী তুলসী পাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারে তালা ঝুলিয়ে দেয় এবং সহায়িকাকে অঙ্গনওয়াড়ী সেন্টারে ঢুকতে দেয়নি। যতদিন পর্যন্ত ৪ নং ওয়ার্ড থেকে প্রার্থী নিয়োগ করা না হয় ততদিন পর্যন্ত সেন্টারের তালা খোলা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *