October 12, 2025
SIL 1

বালোচিস্তানের সুলতানকোট এলাকায় ফের হামলার শিকার হল জাফার এক্সপ্রেস। ভয়াবহ বিস্ফোরণের কারণে ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ছিলেন ৪০০-এর বেশি যাত্রী। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের উদ্ধার ও ত্রাণে নেমেছে পাকিস্তানি সেনা।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আইইডি বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে। তবে এখনও হামলার পিছনের দায়িত্বে থাকা কোনও সংগঠন স্বীকার করে নি। ওই এলাকায় বালোচ বিদ্রোহীদের উপস্থিতি থাকায় হামলার নেপথ্যে তাদেরই হাত থাকার সম্ভাবনা দেখছে পাক নিরাপত্তা সংস্থাগুলি।

জাফার এক্সপ্রেসের উপর এটি সাম্প্রতিক সময়ে দ্বিতীয়বারের মতো হামলা। উল্লেখ্য, গত মার্চে বালোচ বিদ্রোহীরা এই ট্রেন অপহরণ করেছিল বোলানে। এরপর আগস্টে ট্রেনের ৫টি কামরা লাইনচ্যুত হয়েছিল। সাম্প্রতিক হামলায়ও ৬টি কামরা লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে গত দুই মাসে যাত্রীবাহী ট্রেনে একাধিক হামলার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা ও প্রশাসনিক পর্যবেক্ষকরা উদ্বেগ প্রকাশ করছেন, কারণ বালোচিস্তান এলাকায় নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *