
কলকাতায় ফের অগ্নিকাণ্ড। শুক্রবার পার্ক স্ট্রিটের পার্ক হোটেলের উল্টো দিকের একটি দোকানে আগুন লেগে যায়। সমস্ত এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দা এবং পথচলতি মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন । দমকলের কাছে খবর গেলে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দুপুর ২টো নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ পার্ক স্ট্রিটের গুরুত্বপূর্ণ জায়গায় একটি জনপ্রিয় মিষ্টির দোকানে আগুন লেগে যায়। আগুন লাগল কী ভাবে তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখছেন । পার্ক স্ট্রিট কলকাতার জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম। এই চত্বরে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, একাধিক রেস্তরাঁ রয়েছে তাই এখানে আগুন লাগায় সতর্ক দমকলও।
নতুন করে যাতে আগুন ছড়িয়ে পড়তে না-পারে, তাও দেখা হচ্ছে। পার্ক স্ট্রিট এলাকায় এর আগেও আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১০ এপ্রিল হাই কোর্ট চত্বরের ‘টেম্পল চেম্বার’ নামের এক বহুতল ভবনে আগুন লাগে। একাধিক আইনজীবীর হাই কোর্টের ওই বহুতল ভবনে চেম্বার রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবীদের একাংশ। পরে অবশ্য দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।