
জম্মু ও কাশ্মীরের কাত্রা অঞ্চলে বৈষ্ণোদেবী মন্দিরগামী যাত্রাপথে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। আধ-কুয়ারি এলাকার ইন্দরপ্রস্থ ভোজনালয় সংলগ্ন পাহাড়ি রাস্তায় আকস্মিক ভূমিধসের ফলে অন্তত ৩০ জন তীর্থযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে বহুজন। উদ্ধারকর্মীরা আশঙ্কা করছে, আরও মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকতে পারে।
ভারী বৃষ্টিপাতের জেরে এই বিপর্যয় ঘটে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে লাল সতর্কতা জারি করেছে। ফলে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নেমেছে NDRF ও CRPF-এর বিশেষ বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে।
ভূমিধসের কারণে যাত্রাপথের সেতু ও সিঁড়ির একাংশ ভেঙে পড়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেল পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে—প্রায় ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ পরিষেবাতেও সমস্যা দেখা দিয়েছে।