April 19, 2025
pst 7

ভাইজানের কাছে আসছে একের পর এক হুমকি। চিন্তায় পরিবারও। তবে তারই মাঝে শোনা যাচ্ছে সুখবর। শীঘ্রই বাবা হতে চলেছেন আরবাজ়? ২০২৩ সালে বিয়ে করেন আরবাজ়-সুরা। পরিবারের কাছের মানুষদের নিয়েই সেরেছেন অনুষ্ঠান। সম্প্রতি আরবাজ় খানকে সুরার সঙ্গে একটি ক্লিনিকের বাইরে দেখা গিয়েছে। ক্যামেরা দেখেই খানিক ইতস্তত দম্পতি।

বেশ কিছু দিন ধরেই এই গুঞ্জন চলছে চারিদিকে। যদিও এই ব্যাপারে কখনও মুখ খোলেননি আরবাজ় বা সুরা। তবে ক্লিনিকের বাইরের তাঁদের দেখা যেতেই সুরার গর্ভাবস্থার জল্পনা আরও বেড়েছে। সুরা চেকআপের জন্যই এসেছিলেন বলে অনেকের ধারণা।

আরবাজ়কে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সুরাকে আগলে হাত ধরে নিয়ে হাঁটতে। ক্যামেরায় চোখ পড়তেই খানিক নড়েচড়ে বসলেন তাঁরা। একটা সময় আরবাজ় এবং সুরার বিয়ে নিয়ে অনেক আলোচনাও হয়েছিল। সুরা আরবাজ়ের থেকে বয়সে ২০ বছরের ছোট। আরবাজ়ের যেমন এক ছেলে রয়েছে। তেমনই সুরারও রয়েছে একটি কন্যা সন্তান। আরবাজ় ও মালাইকার পুত্র আরহানের সঙ্গে খুব ভালো সম্পর্ক সুরার। বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী, বাবার দ্বিতীয় বিয়েতে তাঁকে গিটার বাজিয়ে গান গাইতেও দেখা গিয়েছে।

তবে ক্লিনিকে ঢোকার ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক ব্যক্তি বলেছেন, তাঁরা বুঝতে পারেননি যে কেউ তাঁদের এ ভাবে ধরে ফেলবেন। কারও মতে, হয়তো সব কিছু গোপন রাখতে চাইছেন। সেটাকে সম্মান জানানো উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *