April 9, 2025
arjun singh33

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বঙ্গ রাজনীতির ‘বাহুবলী’ নেতা অর্জুন সিংয়ের নামেই গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত।

কয়েকদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল জগদ্দল এলাকা। গত ২৬ মার্চ রাতে বিজেপি নেতার বাড়ির সামনে গুলি-বোমার শব্দ শোনা যায়। এবার সেই ঘটনা সূত্রেই অর্জুনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। রাতে বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনায়র পরের দিন সকালেই এই ঘটনা সূত্রে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে তলব করেছিল জগদ্দল থানার পুলিশ।

তবে দলের অন্য কাজের কারণে থানায় উপস্থিত হতে পারবেন না বলে জানিয়ে দেন অর্জুন। এরপরেই ব্যারাকপুর আদালতের দ্বারস্থ হয় পুলিশ, আদালতে উঠেছিল মামলা। তখনই বিজেপি নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *