
১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদের দিনটা ভাল গেল না। অ্যাওয়ে ম্যাচে তারা আর্সেনালের কাছে ০-৩ গোলে হারল । রিয়ালের এক ফুটবলার আবার লাল কার্ডও দেখলেন। অপর ম্যাচে বায়ার্ন মিউনিখকে ইন্টার মিলান ধাক্কা দিল । বায়ার্নকে ২-১ গোলে হারাল ইন্টার।
আর্সেনালের ঘরের মাঠে কোনভাবেই দাঁড়াতে পারল না রিয়াল। ইংল্যান্ডের ক্লাব গোটা ম্যাচ জুড়ে দাপট দেখাল । প্রথমার্ধে আর্সেনালের তরফে কোনও গোল না হলেও ৫৮ মিনিটে ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেন ডেকলান রাইস। ৭০ মিনিটের মাথায় আবার ফ্রি কিক থেকেই দ্বিতীয় গোল করেন রাইস। পাঁচ মিনিট পরে শেষ গোলটি করেন স্পেনের ফুটবলার মিকেল মেরিনো।
কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামেরা প্রথম থেকে খেললেও কোনও প্রভাবই ফেলতে পারলেন না। রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি হারের পাশাপাশি শেষ দিকে বড় ধাক্কা খান। সংযুক্তি সময়ে লাল কার্ড দেখেন দলের অন্যতম ফুটবলার এডুয়ার্ডো কামাভিঙ্গা। ফলে ফিরতি ম্যাচে তাঁকে পাবে না রিয়াল। এই অবস্থায় সরাসরি জিতে সেমিফাইনালে উঠতে হলে ঘরের মাঠে অন্তত চার গোলের ব্যবধানে জিততেই হবে রিয়ালকে। অন্তত তিন গোলের ব্যবধানে জিতলে টাইব্রেকারে হবে সিধান্ত যা বাস্তবে করা কঠিন। কঠিন লড়াই অপেক্ষা করছে এমবাপে, ভিনিসিয়াসদের সামনে ।