
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় বাংলা।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের চাপ বাড়ল। সম্প্রতি রাজভবনের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম দুই অভিযুক্ত পার্থ ও মানিকের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার বিষয়ে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডিকে অনুমতি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ভারতীয় সংবিধানের ১৬৩ নং ধারা মেনে নিজের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যপালের অনুমতি দেওয়ায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডিকে সেই অনুমোদন দিয়ে দিলেন তিনি।