
অরুণাচল প্রদেশ ও আসাম সীমান্তের কাছে পুলিশ বুধবার প্রায় ২০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে এবং এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অরুণাচল প্রদেশ পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি যৌথ দল এই অভিযান চালায়।
বান্দেরদেওয়া চেক গেটে একটি গাড়ি আটকে তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যা গাড়ির বনেটেই লুকানো ছিল। ঘটনাস্থল থেকে গাড়ির চালক, নাহারলাগুন পাচিন কলোনির বাসিন্দা তানিয়া তাতার (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
তানিয়া তাতারের দেওয়া তথ্যের ভিত্তিতে, আসাম পুলিশের সহায়তায় একটি দল লখিমপুর জেলার হারমুতি-তে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী জিতন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৪৫৬.১৭ গ্রাম হেরোইন এবং ১০টি নাইট্রাজেপাম ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর জিতন বিশ্বাস (৩৫) ও তার সহযোগী পুষে ছেত্রী (৩৪)-কে হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধেই মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ (এনডিপিএস) আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয়।