
কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে আসামের ভাবনা গগৈ ৫৮ কেজি যুব বিভাগে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি স্ন্যাচে ৬৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৯৩ কেজি তুলে মোট ১৬২ কেজি ওজন উত্তোলন করেন।
উল্লেখ্য, এর আগে ভাবনা ২০২৫ সালের যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫৯ কেজি বিভাগে ১৮৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
তাঁর এই সাফল্যে আসামের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গোরলোসা এক্স-এ অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী লিখেছেন, “অভিনন্দন, এবার আসামের ভারোত্তোলনে ভাবনা গগৈ আহমেদাবাদে অনুষ্ঠিত চলমান যুব কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন।”