July 20, 2025
cup 2

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর মঙ্গলবার হামলা করেছে জঙ্গিরা। সেই জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আইপিএলেও এই হামলার প্রভাব পড়েছে । ভারতীয় ক্রিকেট বোর্ড জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে এবং বুধবার আইপিএলের ম্যাচে তিনটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বুধবার হায়দরাবাদের মাঠে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স। দু’দলের কাছেই এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সেই ম্যাচে ভারতীয় বোর্ড কয়েকটি বদল করতে চলেছে । সাধারণত আইপিএলের বাকি সব ম্যাচে যে দৃশ্য দেখা যায় এই ম্যাচে তা দেখা যাবে না।

মুম্বই ও হায়দরাবাদের ক্রিকেটারেরা বুধবারের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলবেন। আম্পায়ারেরাও আর্মব্যান্ড পরে থাকবেন ।  স্টেডিয়ামে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। আইপিএলের মাঠে চিয়ারলিডারদের নাচ এক পরিচিত দৃশ্য। ব্যাটারেরা চার-ছক্কা মারলেই বা বোলারেরা উইকেট নিলেই উল্লাস করেন তাঁরা। কিন্তু পহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে মুম্বই-হায়দরাবাদ ম্যাচে কোন চিয়ারলিডার থাকবে না। এছাড়া আইপিএলে সাধারণত প্রতিটি ম্যাচে বাজি ও আলোর প্রদর্শনী হয়। দুই ইনিংসের বিরতিতে  আলো ও লেজ়ারের প্রদর্শনী হয় স্টেডিয়ামে আর খেলা শেষে হয় বাজির প্রদর্শনী। কিন্তু বুধবারের ম্যাচে সে সব কিছু বন্ধ থাকবে। অর্থাৎ, ভারতীয় ক্রিকেট বোর্ড নিহতদের শ্রদ্ধার্ঘ্য  দিতে কোনও রকমের উল্লাস প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *