
সাম্প্রতিক সময়ে আসামে রাজনৈতিক নেতাদের কনভয়ের ওপর হামলার ঘটনা বৃদ্ধির মধ্যেই এবার হামলার শিকার হলেন মারিয়ানির বিধায়ক রূপজ্যোতি কুর্মি। বুধবার রাত ৮:৩০টা নাগাদ বোকাখাতের কারুয়াবাহী তিনিয়ালীর কাছে বোরচাপোরি চা বাগানের সামনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি কুর্মির গাড়িতে ইট ছুঁড়ে মারে। এতে গাড়ির সামনের কাচ ভেঙে গেলেও, সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।
গুয়াহাটির একটি মিটিংয়ে যাওয়ার পথে হামলার সময় বিধায়ক কুর্মির সাথে তাঁর শাশুড়ি, শ্বশুর এবং তাঁর ছোট মেয়ে গাড়িতে ছিলেন। কুর্মি জানান, “সে গাড়ির সামনে দাঁড়িয়ে সোজা আমাদের দিকে ইট ছুঁড়ে মারে। আমি এর আগে কখনও এমন কিছুর মুখোমুখি হইনি – এমনকি আমার মা বিধায়ক থাকাকালীনও নয়।” কাঁচের টুকরোগুলি গাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছিল।
কুর্মির সাথে থাকা জননিরাপত্তা কর্মকর্তা (পিএসও) আক্রমণকারীর মুখোমুখি হতে গাড়ি থেকে নামলেও, হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় জানা যায়নি।