বেহাল নিকাশি ব্যবস্থা, রাত থেকে একনাগাড়ে ভারি বৃষ্টির জেরে ডুবলো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা।যাতায়াতে ভোগান্তি গ্রামবাসীর, হাঁটু সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রায়ল্যা গ্রামে। রাত থেকে একনাগাড়ে ভারি বৃষ্টির কারণে ধান্যঝাটি থেকে রায়ল্যা যাবার গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাটি জলে ডুবেছে।
চরম সমস্যায় পড়েছে এলাকাবাসী ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন, হাটু সমান জল পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষজন থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারা যাতায়াত করে, রাস্তা ডুবে যাওয়ার ফলে সমস্যায় একাধিক গ্রামের মানুষজন। বেহাল নিকাশি ব্যবস্থার ফলে রাস্তার উপর হাটু সমান জল, প্রায় এক কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা জলের তলায়।