August 27, 2025
mesi 3

ইন্টার মায়ামি মনে হয় জিততেই ভুলে গিয়েছে। গোল করতে পারছেন না লিয়োনেল মেসি। আর তাঁর ফলে দলের সমস্যাও বাড়ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাতটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে মায়ামি। এ বার তারা হেরেছে অরল্যান্ডো সিটির কাছে। এই হারের ফলে মেজর লিগ সকারের পয়েন্ট তালিকাতেও আরও নেমে গেছে মায়ামি।

অরল্যান্ডো সিটির বিরুদ্ধে ঘরের মাঠে  হিমশিম খেয়েছে মায়ামি। ম্যাচে প্রথম থেকেই তাদের বক্সে একের পর এক আক্রমণ হয়েছে। অরল্যান্ডো ৪৩ মিনিটে লুই মুরিয়েলের গোলে এগিয়ে যায়। এরপর ৫৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মার্কো পাসালিচ এবং সংযুক্তি সময়ে দলের তৃতীয় গোলটি করেন ডাগুর ড্যান।অরল্যান্ডোর কাছে ০-৩ গোলে হারে মায়ামি। গোটা ম্যাচে অরল্যান্ডোর গোল লক্ষ্য করে মেসি মাত্র দু’টি শট মেরেছেন । আর তাতেও গোল হয়নি। বক্সের বাইরে নিজের পছন্দের জায়গাতে একটি ফ্রিকিকও পেয়েছিলেন তিনি কিন্তু সেটিও কাজে লাগাতে পারেননি আর্জেন্টিনার ফুটবলার। মেসি আটকে যাওয়ায় সমস্যায় পড়েছে মায়ামি। তারাও গোলের সুযোগ তৈরি করতে পারেনি । ফলে হারতে হয়েছে তাদের।

এই হারের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামি ষষ্ঠ স্থানে নেমে গেছে । ১৩ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তারা সাত পয়েন্ট পিছিয়ে । অবশ্য ফিলাডেলফিয়া একটি ম্যাচ বেশিও খেলেছে । লিগের প্লে-অফে জিততে হলে মায়ামিকে প্রথম সাত দলের মধ্যে থাকতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *