
Kolkata: Sujay Krishna Bhadra alias 'Kalighat er Kaku' (Uncle from Kalight) being produced at a local court by the Enforcement Directorate (ED) officials, in Kolkata, Wednesday, May 31, 2023. ED arrested Bhadra last night for his alleged involvement in the illegal appointments made in different state-run and aided schools in West Bengal. (PTI Photo/Swapan Mahapatra)(PTI05_31_2023_000140B)
তা বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
গত ডিসেম্বর মাসে ইডির মামলায় তাঁর শর্তাধীন জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সিবিআইয়ের মামলাতেও তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় উচ্চ আদালত। সেই সঙ্গেই বেঁধে দেওয়া হয় বেশ কিছু শর্ত। গত বছর ডিসেম্বরে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জেল হেফাজতে ছিলেন কালীঘাটের কাকু।
সেই কারণে বিচারভবনে সিবিআই বিশেষ আদালতে ইডির মামলায় চূড়ান্ত জামিনের আবেদন করেননি তিনি। তবে সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে সিবিআইয়ের মামলায় তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এবার সিবিআই বিশেষ আদালতের তরফ থেকেও ইডি এবং সিবিআইয়ের মামলায় সুজয়কৃষ্ণের চূড়ান্ত জামিন মঞ্জুর করা হল।