July 20, 2025
PST 4

রবিবার ডিব্রুগড়ের আনন্দালয়ে এক অনুষ্ঠানে কৈলাস বাগারিয়ার লেখা ‘বলতি খামোশি’ বইটি প্রকাশিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত চা চাষী ও লেখক দেবী প্রসাদ বাগারোদিয়া ‘বলতি খামোশি’ বইটি প্রকাশ করেন।

বইটি প্রকাশের সময় লেখক দেবী প্রসাদ বাগারোদিয়া বলেন যে সমাজে বিভাজনের পরিবর্তে ঐক্য গুরুত্বপূর্ণ। “প্রতিষ্ঠানে পরিশ্রমী ব্যক্তিদের পদোন্নতির জন্য একটি পরিবেশ তৈরি করতে হবে,” তিনি বলেন।

কৈলাস বাগারিয়া তার ভাষণে বলেন যে সমাজের অনেক মানুষ তার সাথে কথা বলেছেন এবং অনেকেই তাদের চাপা কণ্ঠস্বর তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম চেয়েছিলেন। কিন্তু তারা সেই সুযোগ পাননি। তিনি বলেন যে সেই মানুষদের কথায় অনুপ্রাণিত হয়ে তিনি ‘বলতি খামোশি’ বইটি লিখতে বাধ্য হয়েছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দীনদয়াল ধনধারিয়া বইটি লেখার জন্য কৈলাস বাগারিয়াকে অভিনন্দন জানান। বই প্রকাশ অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাতা খবর পত্রিকার সম্পাদক চন্দ্র প্রকাশ শর্মা, সমাজসেবক মহাবীর জৈন (কেসি) এবং মহাবীর বাগারিয়াও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *