
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে এক বছরের বেশি জেলবন্দি থাকার পর সদ্য জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
এরপরেই ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। এবার যেমন জামিন পাওয়ার পর প্রথমবার হাবড়ায় পা রেখে একগুচ্ছ ঘোষণা করলেন বালু। এতদিন পর বিধায়ক আসায় কার্যত উৎসবের চেহারা নিয়েছিল হাবড়া।
গতকাল হাবড়া বিধানসভা অঞ্চলের বদর সহ পঞ্চায়েত অঞ্চল ঘুরে, হাবড়া পুর এলাকার ২ নং রেল গেট থেকে কার্যত পদযাত্রা করে পৌরসভায় পৌঁছন জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তাঁকে বিশেষভাবে বরণ করে স্বাগত জানান তৃণমূলের কর্মী সমর্থকরা।