October 13, 2025
bangalor 1

এই প্রথম বার আইপিএল জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তার মধ্যেই দলের মালিকানা বদল নিয়ে শুরু হয়েছে জল্পনা। জানা গেছে, বিরাট কোহলিদের দলের মালিকানা বদল হতে পারে । ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। বেঙ্গালুরু ১৭ হাজার কোটি টাকায় বিক্রি হতে পারে । আইপিএলের শুরুতে বেঙ্গালুরুর মালিক ছিলেন বিজয় মাল্য। তারপর দল কিনে নেয় ব্রিটেনের পানীয় প্রস্তুতকারক সংস্থা ‘দিয়াজিও’। জানা গিয়েছে, এ বার বেঙ্গালুরু আইপিএল জেতায় দলের শেয়ার বেড়ে গেছে। সেই কারণেই অন্তত ১৭ হাজার কোটি টাকা না পেলে তারা দল বিক্রি করবে না। একারনে এবার যদি মালিকানা বদল হয় তা হলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি টাকায় কোনও দল কেনার রেকর্ড হবে এটি।

তবে এবিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র আলোচনা চলছে। কোন কোন সংস্থা বেঙ্গালুরুর মালিকানা কিনতে চাইছে সেই বিষয়েও কিছু জানা যায়নি। যদি ‘দিয়াজিও’ গোষ্ঠীর পছন্দ না হয় তা হলে অবশ্য তারা দল ছাড়বে না এবং সে ক্ষেত্রে শেষ মুহূর্তে মালিকানা নিজেদের হাতেও রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে পানীয় প্রস্তুতকারক সংস্থা। ‘দিয়াজিও’ যেসব তৈরি পানীয় করে তার মধ্যে মদও রয়েছে আর তারা আইপিএলের মঞ্চ ব্যবহার করে তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনও দিয়েছে । আইপিএলে মদ বা তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের বদলে ‘দিয়াজিও’ বুদ্ধি করে সোডার বিজ্ঞাপন করিয়েছে। এতে সংস্থার ব্যবসা আরও বেড়েছে। মঙ্গলবার মুম্বই শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৩.৩ শতাংশ ।

ভারতে ক্রিকেটে বিনিয়োগ করে তার থেকে বেশ লাভ করছেন ব্যবসায়ীরা। তাই দেশের বড় বড় শিল্পপতিরা ক্রিকেটের দিকে ঝুঁকছেন। মুকেশ অম্বানী, সঞ্জীব গোয়েন্‌কাদের মতো প্রথম সারির শিল্পপতিদের পাশাপাশি অনেকেই এগিয়ে আসছেন। তবে বেঙ্গালুরুর ক্ষেত্রে সবটাই রয়েছে আলোচনার স্তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *